ভারতীয় সংবিধান পর্ব-১ - JOSH ACADEMY

Latest






Tuesday, October 6, 2020

ভারতীয় সংবিধান পর্ব-১

 ভারতীয় সংবিধান পর্ব-১

ভারতীয় সংবিধান পর্ব-১
ভারতীয় সংবিধান

প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো, ভারতীয় সংবিধান পর্ব-১- এই বিষয় থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ভারতীয় সংবিধান পর্ব-১ ভারতীয় সংবিধান পর্ব-১ -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

 

📌1.গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়?উঃ-1946  খ্রিস্টাব্দে।

📌2.কোন মিশনের পরিকল্পনার  ভিত্তিতে সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়?উঃ- মন্ত্রী মিশন পরিকল্পনা।

📌3. ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়?উঃ- 1947 খ্রিস্টাব্দে।

📌4. গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল?উঃ- 389 জন।

📌5. ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন?উঃ- মানবেন্দ্রনাথ রায়(1934 খ্রিস্টাব্দে)।

📌6. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?উঃ- 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে

📌7. গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?উঃ- সচিদানন্দ সিনহা।

📌8. ভারতের সংবিধান তৈরী হতে মোট কতদিন সময় লেগেছিল?উঃ- 2বছর 11 মাস 18 দিন।

📌9. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?উঃ- রাজেন্দ্র প্রসাদ।

📌10. গণপরিষদের সহ-সভাপতি কারা ছিলেন?উঃ- এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি।

📌11. গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন?উঃ- 211জন।

📌12. কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না?উঃ- মহাত্মা গান্ধী।

📌13. কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল?উঃ- মাউন্টব্যাটেন প্ল্যান/3rd জুন প্ল্যান।

📌14. কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়?উঃ- মন্ত্রীমিশনের পরিকল্পনা(1946খ্রীঃ)।

📌15. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?উঃ- 1949 খ্রিস্টাব্দে 26 শে নভেম্বর।

📌16. গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল?উঃ- 11টি।

📌17. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল?উঃ- 1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।

📌18. ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?উঃ- 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি।

📌19. গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?উঃ- হাতি।

📌20. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উঃ- ড. বি.আর.আম্বেদকর।

 

File Details: 

PDF Name : ভারতীয় সংবিধান পর্ব-১
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download