ভারতের স্বাভাবিক উদ্ভিদ-আঞ্চলিক ভূগোল
![]() |
ভারতের স্বাভাবিক উদ্ভিদ-আঞ্চলিক ভূগোল |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ-আঞ্চলিক ভূগোল- এই বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ভারতের স্বাভাবিক উদ্ভিদ-আঞ্চলিক ভূগোল - ভারতের স্বাভাবিক উদ্ভিদ-আঞ্চলিক ভূগোল-থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য.
📌1. তিনটি চিরসবুজ গাছের নাম লেখ। উত্তরঃ শিশু, গর্জন ও তুন,
📌2. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী জাতীয় অরণ্য আছে? উত্তরঃ চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য।
📌3. কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম লেখ? উত্তরঃ শাল, সেগুন, পলাশ, শিরীষ, কুসুম, মহুয়া প্রভৃতি।
📌4. কী থেকে গালা উৎপন্ন হয়? উত্তরঃ লাক্ষা থেকে।
📌5. ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কী? উত্তরঃ মৌসুমী অরণ্য।
📌6. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী জাতীয় বৃক্ষ জন্মায়? উত্তরঃ পর্ণমোচী বৃক্ষ।
📌7. পাইন গাছের বিস্তৃত অরণ্য ভারতের কোন অঞ্চলে আছে? উত্তরঃ ভারতের পশ্চিম
হিমালয়ের ৯০০ থেকে ২০০০ মিটার উচ্চতায়।
📌8. ভারতের মোট কত শতাংশ জমিতে অরণ্য আছে? উত্তরঃ ২৪.১৬ শতাংশ।(২০১৫)
📌9. ভারতের জ্বালানীর প্রধান উৎস কী? উত্তরঃ কাঠ।
📌10. বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী? উত্তরঃযথেচ্ছভাবে বন সংহার রোধ এবং বনসৃজন বা বৃক্ষরোপণ।
📌11. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তরঃ উত্তরপ্রদেশের দেরাদুনে।
📌12. দাবানল কী? উত্তরঃ গাছে গাছে ঘর্ষণের ফলে উৎপন্ন অরণ্য ধ্বংসকারী আগুন।
📌13. ভারতের সরলবর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?উত্তরঃ পূর্ব হিমালয়ে ২৫০০ থেকে ৪০০০ মিটার
উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২০০০ থেকে ৩২০০ মিটার উচ্চতায়।
📌14. সুন্দরী গাছের অরণ্য ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরঃ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলের
সুন্দরবন অরণ্যে।
📌15. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? উত্তরঃ মধ্যপ্রদেশে।
📌16. ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়? উত্তরঃ গাঙ্গেয় ব-দ্বীপে সুন্দরবন অঞ্চলে।
📌17. ভারতের মরু অঞ্চলে কী ধরণের উদ্ভিদ জন্মায়? উত্তরঃ ঘাস, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা
প্রভৃতি জেরোফাইটিক প্ল্যান্টস।
File Details:
PDF Name : ভারতের স্বাভাবিক উদ্ভিদLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download