ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - JOSH ACADEMY

Latest






Thursday, October 1, 2020

ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

                            
ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর



প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রাচীন ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

 

📌1-কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? উঃ-ফজলুল হক।

📌2-কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন? উঃ-মহাত্মা গান্ধি।

📌3-কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়? উঃ- প্রমথ নাথ মিত্র কে।

📌4-কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়? উঃ- বাসুদেব বলবন্ত ফাদকে।

📌5-কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? উঃ- মাদাম কামা।

📌6-কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? উঃ- বি. আর. আম্বেদকর।

📌7-কাকে ভারতের জাতির জনক বলা হয়? উঃ- মহাত্মা গান্ধি।

📌8-কাকে ভারতের বিস্মার্ক বলা হয়? উঃ- সর্দার বল্লভভাই প্যাটেল।

📌9-কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়? উঃ- দাদাভাই নৌরজী।

📌10-কাকে রাস্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়? উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

📌11-কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে? উঃ-ফ্রেডারিখ তৃতীয়।

📌12-কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? উঃ-মানবেন্দ্রনাথ রায়।

📌13-কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়? উঃ- মহাত্মা গান্ধি।

📌14-কার নেতৃত্বে ‘ওয়াংশো চুক্তি সংস্থা’ কবে গঠিত হয়? উঃ- ১৯৫৫-সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে।

📌15-কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উঃ- মাও সে তুং।

📌16-কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয়? উঃ- সুখময় সেন্গুপ্ত।

📌17-কার স্বাক্ষরের ফলে গণ পরিষদে সংবিধান পাশ হয়? উঃ-রাজেন্দ্র প্রসাদ

📌18-কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? উঃ- রিবেনট্রপ । 



 

File Details: 

PDF Name : ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2

Download Link :Click Here To Download