প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য.
1) সেন বংশের প্রতিষ্ঠাতা কে? উ: সামন্ত সেন।
2)দেওপাড়া লিপি কে খোদাই করেন? উ: উপাপতিধর।
3)বিজয় সেনের রাজধানীর কোথায় ছিল? উ: বিক্রমপুর(পূর্ব বঙ্গের) ও বিজয়পুর(পশ্চিমবঙ্গের)।
4)"দানসাগর" ও অদ্ভূতসাগর" কে রচনা করেন? উ:বল্লাল সেন।
5)"বল্লালচরিত" গ্রন্থটি কে রচনা করেন? উ:আনন্দভট্ট।
6)কোন সেন রাজার উপাধি ছিল "অরিরাজ- মর্দন-শঙ্কর"? উ: লক্ষ্মণ সেন।
7)"পবনদূত" গ্রন্থের রচয়িতা ধোয়ী কোন সেন রাজার সভাকবি ছিলেন? উ: লক্ষ্মণ সেন।
8)বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন? উ: লক্ষ্মণ সেন।
9)লক্ষ্মণ সেনের রাজধানীর নাম কী ছিল? উ: লক্ষ্মণাবতী।
10)সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? উ: ব্রাহ্মণ্য ধর্মের।
11)বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম কী? উ: গোপাল।
12)কোন কোন রাজশক্তির মধ্যে 'ত্রিশক্তি সংঘর্ষ' হয়েছিল? উ: পাল-প্রতিহার-রাষ্ট্রকূট।
13)"পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ" উপাধি কে গ্রহণ করেছিলেন? উ: ধর্মপাল।
14)পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উ: প্রথম মহীপাল।
15)কৈবর্ত বিদ্রোহ কোন পালরাজার রাজত্বকালে সংঘটিত হয়? উ: দ্বিতীয় মহীপাল।
16)কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? উ: দিব্য বা দিব্বোক।
17)পাল যুগের দুজন ভাস্কর্য শিল্পীর নাম লেখ। উ: ধীমান পাল ও বীতপাল।
18)চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল? উ: পাল যুগে।
19)"আয়ুর্বেদ দীপিকা" গ্রন্থের লেখক কে? উ: চক্রপানি দত্ত।
20)বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উ:ধর্মপাল।
21) হরপ্পা সভ্যতার বন্দর শহর কোন নদীর তীরে অবস্থিত? উ: ভোগাবর নদী
22)'ভারতের নেপোলিয়ন' কাকে বলা হয়?উ:সমুদ্রগুপ্ত
23)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না? উ: লোহা।
24) বাংলাদেশ কে কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন? উ: বল্লাল সেন।
25)সম্রাট অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? উ: রাধাগুপ্ত।
26)কোন বৈদেশিক শক্তির আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল? উঃ হুণ আক্রমণে।
27)কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারতে হুণ আক্রমণের সূচনা হয়েছিল? উঃ প্রথম কুমার গুপ্ত।
28)সমুদ্র গুপ্তের পরবর্তী গুপ্ত সম্রাট কে ছিলেন? উঃ রাম গুপ্ত।
29)কোন গুপ্ত সম্রাট সর্বপ্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
30)গুপ্ত যুগে প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? উঃ রুপায়াকা।
31)গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি ছিল? উঃ দিনার।
32) গুপ্ত যুগে প্রচলিত তাম্রমুদ্রার নাম কি ছিল? উঃ চান্দ্রা।
33)কোন গুপ্ত সম্রাট "মহেন্দ্রাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন? উঃ প্রথম কুমার গুপ্ত।
34)নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? উঃ গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত।
35)নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? উঃ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।
File Details:
PDF Name :প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download