রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
![]() |
রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর- রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরথেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য ।
📌1- বিশ্বের দীর্ঘতম রেল টানেলের নাম কী ?
উঃ- সুইজারল্যান্ডের গটহার্ট বেস টানেল (57 কিমি) এর গভীরতাও 2•3 কিমি যা বিশ্বের মধ্যে সর্বাধিক ৷
📌2- ভারতের প্রথম water metro প্রকল্প কোথায় চালু হল? উঃ- কেরালার কোচিতে
📌3- ভারতের দীর্ঘতম স্টেশনের নাম? উঃ- শ্রীভেনকাটানারা সিমহারাজুভারিপেটা, অন্ধ্রপ্রদেশে
📌4- দীর্ঘতম ট্রেনের নাম কী? উঃ- 2417/2418 প্রয়াগরাজ এক্সপ্রেস, নিউদীল্লী- এলাহাবাদ 24 টি বগি আছে
📌5- প্রথম বৈদ্যুতিকরন কোথায় হয়েছিল? উঃ- বোম্বে - পুনে, 1925
📌6- সবথেকে ব্যয়বহুল ট্রেনের নাম কী - উঃ- প্যালেস অন হুইলস (রাজস্থান পর্যটন কাজে ব্যবহৃত)
📌7- ভারতের সবথেকে উচ্চতম স্টেশনের নাম কী? উঃ- ঘুম, 2258 মিটার, দার্জিলিং -হিমালয়ান রেলওয়ে
📌8- মহিলার নামে স্টেশনের নাম কী? উঃ- বেলা নগর ( বেলা মিত্রের নাম অনুসারে)
📌9- ভারতের দ্বিতীয় উচ্চতম রেলস্টেশন -উঃ- জম্মু- কাশ্মীরের কাজিগুন্দ
📌10- বৃহত্তম লোকোমোটিভ কারখানা? উঃ- চিত্তরঞ্জন
📌11- দক্ষিণতম রেল স্টেশনের নাম -উঃ- কন্যাকুমারী
📌12- উত্তরতম রেল স্টেশন-উঃ- জম্মু- উধমপুর সেকসেনের বাজালতা
📌13- ভারতের প্রথম ট্রেন - উঃ- বোম্বে- থানে, 1853 সালে, 4 টি কোচ 400 প্যাসেঞ্জার
📌14- প্রথম ট্রেনে শৌচাগার - উঃ- 1891 সালে প্রথম শ্রেণীর জন্য, 1907 থেকে সবার জন্য
📌15- প্রথম রেল ব্রীজ-ভারত- উঃ- মুম্বাই - থানে রুটের দাপোরী ভিয়াডাক্ট
📌16- পৃথিবীর উচ্চতম রেল স্টেশন -উঃ- বলিভিয়ার, কোনডোর
📌17- পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন -উঃ- নিউইয়র্কের গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল
📌18- ব্যাস্ততম রেলপথ পৃথিবীর? উঃ- জাপানের ন্যাশনাল রেলওয়ে
📌19- পৃথিবীর দীর্ঘতম রেলপথ-উঃ- ট্রান্স সাইবেরীয় রেলপথ-9288 কিমি
📌20- ভারতের রেলওয়ে টেস্টিং এ্যন্ড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত -উঃ- লখনৌ
📌21- প্রথম ভারতের রেলওয়ে মিউজিয়াম -উঃ- নতুন দিল্লীর চানক্যপুরী,1977
📌22- ভারতের দীর্ঘতম রেল স্টেশন -উঃ- গোরখপুর, উত্তরপ্রদেশ
কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇
QUIZ পর্ব -১ link1 👈
QUIZ পর্ব-৩ like3👈
QUIZ পর্ব-৪ Link4👈
File Details:
PDF Name : রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download