রেল ও পুলিশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর - JOSH ACADEMY

Latest






Monday, September 21, 2020

রেল ও পুলিশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

  রেল ও পুলিশ সম্পর্কিত  সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর 

রেল ও পুলিশ সম্পর্কিত  সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর
 রেল ও পুলিশ সম্পর্কিত  সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো,   রেল ও পুলিশ সম্পর্কিত  সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর  - এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। রেল ও পুলিশ সম্পর্কিত  সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর -রেল ও পুলিশ সম্পর্কিত  সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্।

 

📌1.মিনেমাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল – পারদ ।

📌2.UV বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয় ।

📌3.বিশ্ব পরিবেশ দিবস হল – 5ই জুন ।

📌4.জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হল – প্লাস্টিক ।

📌5.তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি হল – সালফার ডাই অক্সাইড ।

📌6.ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস হল – ধান খেত ।

📌7.SO2 দূষন দ্বারা গাছের – ক্লোরোফিল বিনষ্ট হয় ।

8.ওজোনস্তর দেখা যায়-স্ট্র্যাটোস্ফিয়ারে।

📌9.ওজোনস্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম – CFC ।

📌10.প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম – CO2 ।

📌11.ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় – বায়ুদূষণ রোধে ।

📌12.ইউট্রোফিকেশন বলে – জলে শৈবালের বৃদ্ধিকে ।

📌13.বিশুদ্ধ জলে pH এর মান – 7 ।

📌14.জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম – স্ট্রিকনিন ।

📌15.মিনামাটা বিপর্যয় ঘটে – জাপানে ।

📌16.শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলা হয়- সিমবায়োসিস ।

📌17.বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র উদ্ভিদের একসঙ্গে বলা হয়- ফ্লোরা।

📌18.প্রাণীগোষ্ঠীকে বলা হয়- ফনা।

📌19.পশ্চিমবঙ্গে বাঘ্র প্রকল্প আছে- সুন্দরবনে।

📌20.ইকোলজি কথার অর্থ- বাস্তুবিদ্যা।

📌21.বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা- একমুখী ।

📌22.ইকোসিস্টেম”- শব্দটির প্রবর্তক- ট্যান্সলি।

📌23.কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমান বা সর্বমোট সংখ্যাকে বলা হয়- বায়োমাস।

📌24.দশ শতাংশ সুত্রের প্রবক্তা- লিন্ডেম্যান।

📌25.জলে ভাসমান আণুবিক্ষনিক জীবদের বলা হয়- প্ল্যাংটন।

📌26.উদ্ভিদের বলা হয়- ফাইটোপ্ল্যাংটন।

📌27.প্রানিদের বলা হয় – জু-প্ল্যাংটন ।

📌28.ফাইটোপ্ল্যাংটন হলো জলজ বাস্তুতন্ত্রের- উত্পাদক উপাদান ।

📌29.যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের বলে- নেকটন।

📌30.নেকটনের উদাহরণ- মাছ ও তিমি।

📌31.যেসব প্রাণী জলের নীচে বসবাস করেন তাদের বলা হয়- বেনথস।

📌32.বেনথসের উদাহরণ- শামুক ও প্রবাল।

📌33.পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম- জলদাপাড়া।

📌34.ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম- একশৃঙ্গ গন্ডার ও সিংহ ।

📌35.ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম- গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।


📌36.ফাইটোপ্ল্যাংটনের উদাহরণ- ক্ল্যামাইডোমেনাস ও ভলবক্স।


📌37.জু-প্ল্যাংটনের উদাহরণ- মশার লার্ভা ও ডাফনিয়া। 

 

কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇

 QUIZ পর্ব -১ link1 👈

 QUIZ পর্ব -২ link2👈

 QUIZ পর্ব-৩ like3👈

 QUIZ পর্ব-৪ Link4👈

 

File Details: 

PDF Name : রেল ও পুলিশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 3
Download Link :Click Here To Download