সৌরজগৎ সম্পর্কিত 25 টি প্রশ্নোত্তর - JOSH ACADEMY

Latest






Sunday, September 20, 2020

সৌরজগৎ সম্পর্কিত 25 টি প্রশ্নোত্তর

 রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 

সৌরজগৎ সম্পর্কিত 25 টি প্রশ্নোত্তর
সৌরজগৎ সম্পর্কিত 25 টি প্রশ্নোত্তর

প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, সৌরজগৎ সম্পর্কিত 25 টি প্রশ্নোত্তর  - এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।সৌরজগৎ সম্পর্কিত 25 টি প্রশ্নোত্তর - . সৌরজগৎ সম্পর্কিত 25 টি প্রশ্নোত্তর থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য ।

 

 

📌 ‘Geography’ শব্দটির প্রবক্তা কে? এরাটোস্থেনিস

📌 সূর্যের নিকটতম গ্রহের নাম কি? বুধ

📌 সূর্যের দূরতম গ্রহের নাম কি? প্লুটো

📌 কোন গ্রহ গুলি রাক্ষুসে গ্রহ (Jovian Planet) নামে পরিচিত? বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন

📌 কোন গ্রহ গুলি অন্তঃস্থ (Inner Planet) গ্রহ নামে পরিচিত? বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল

📌 কোন গ্রহ গুলি বহিঃস্থ (Outer Planet) গ্রহ নামে পরিচিত? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো

📌 সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র

📌 পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? শুক্র

📌 সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র

📌 সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র

📌 কোন গ্রহকে সন্ধ্যাতারা বা শুকতারা বলা হয়? শুক্র

📌 পৃথিবীর জমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? শুক্র

📌 সৌরজগতে কেবলমাত্র একটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে গ্রহটির নাম কি? শুক্র

📌 সৌরজগতের যে গ্রহটি কেবলমাত্র উত্তর থেকে দক্ষিণে ঘরে গ্রহটির নাম কি? ইউরেনাস

📌 নিজের অক্ষে সবথেকে ধীর গতিতে ঘুরছে কোন গ্রহ? বুধ

📌 সূর্যের চারদিকে সব থেকে দ্রুত গতিতে ঘুরছে কোন গ্রহ? বুধ

📌 সূর্যের চারদিকে সবথেকে ধীর গতিতে ঘুরছে কোন গ্রহ? প্লুটো 

📌 চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড

📌 সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 8.3 সেকেন্ড

📌 সূর্যগ্রহণ সর্বাধিক কত মিনিট হতে পারে? 7.5 মিনিট

📌 সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? আলফা সেন্টোরি

📌 পৃথিবীর সূর্যের চারপাশে পরিক্রমনের গতিবেগ কত? 29.8 কিমি/সেকন্ড

📌 পৃথিবী থেকে চন্দ্র পৃষ্ঠে কত শতাংশ দৃশ্যমান হয়? 59%

📌 নিজের অক্ষের সব থেকে দ্রুত গতিতে ঘুরছে কোন গ্রহ? বৃহস্পতি

📌 সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি


কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇

 QUIZ পর্ব -১ link1 👈

 QUIZ পর্ব -২ link2👈

 QUIZ পর্ব-৩ like3👈

 QUIZ পর্ব-৪ Link4👈

 

File Details: 

PDF Name :সৌরজগৎ সম্পর্কিত
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2

Download Link :Click Here To Download