সাধারণ জ্ঞানের ও বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর
![]() |
সাধারণ জ্ঞানের ও বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, সাধারণ জ্ঞানের ও বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর - এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। সাধারণ জ্ঞানের ও বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর - সাধারণ জ্ঞানের ও বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য ।
📌1-স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ? উত্তরঃ জন মাথাই
📌2-কে ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেছিলেন ? উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
📌3-ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ? উত্তরঃ এস বি খাটে
📌4-গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন ? উত্তরঃ সারনাথে
📌5-কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয় ? উত্তরঃ ১৮৫৩
📌6-ভারতীয় রেল বোর্ড কবে স্থাপিত হয় ? উত্তরঃ ১৯০৫ সালে
📌7-প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল ? উত্তরঃ রাজগৃহ
📌8-ভারতের সর্ববৃহৎ জাতীয় সংস্থাটির নাম কি ? উত্তরঃ ভারতীয় রেল
📌9-‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ –র প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
📌10-বাংলার বিপ্লবী আন্দোলনে প্রথম নারী শহিদ কে ছিলেন ? উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার
📌11-মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কবে শুরু করেছিলেন ? উত্তরঃ ১৮৩০
📌12-‘ইয়ং ইন্ডিয়া’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ? উত্তরঃ মহাত্মা গান্ধী
📌13-ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়
📌14-‘তুঘলকনামা’ গ্রন্থটির রচয়িতা কে ? উত্তরঃ আমীর খসরু
📌15-জাপানের পার্লামেন্টের নাম কি ? উত্তরঃ ডায়েট
📌16-কোন নদীর উপর আলমতি বাঁধ অবস্থিত ? উত্তরঃ কৃষ্ণানদী
📌17-এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর অবস্থিত ? উত্তরঃ লোহিত সাগর
📌18-হাইড্রোজেন কথার অর্থ কি ? উত্তরঃ জল উৎপাদক
📌19-ভারতীয় রেলকে কবে জাতীয়করণ করা হয় ? উত্তরঃ ১৯৫০ সালে
📌20-ভিটামিন বি ১২ এর রাসায়নিক নাম কি ? উত্তরঃ লাইকার অ্যামোনিয়া
📌21-হাতঘড়ি কে আবিষ্কার করেছিলেন ? উত্তরঃ পাটেক ফিলিপ
📌22-মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি ? উত্তরঃ যকৃত
📌23-কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায় ? উত্তরঃ নিকেল
📌24-দ্রুতি কোন ধরণের রাশি ? উত্তরঃ স্কেলার রাশি
📌25-কাজের ব্যবহারিক একক কি ? উত্তরঃ জুল
📌26-কার্বনের কয়টি আইসোটোপ আছে ? উত্তরঃ তিনটি
📌27-ভারতের প্রথম ট্রেন কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চলেছিল ? উত্তরঃ মুম্বাই থেকে থানে।
কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇
QUIZ পর্ব -১ link1 👈
QUIZ পর্ব-৩ like3👈
QUIZ পর্ব-৪ Link4👈
File Details:
PDF Name : সাধারণ জ্ঞানের ও বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তরLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 3
Download Link :Click Here To Download