ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- ১ - JOSH ACADEMY

Latest






Saturday, September 26, 2020

ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- ১

 ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর

ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর
ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর




প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো,  ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- ১- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- ১ ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

📌১)ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তন)।
📌২)  ভারতের বৃহত্তম গম্বুজ – গোল গম্বুজ ।
📌৩) ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ ( জনসংখ্যায় )।
📌৪) ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল ।
📌৫) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।
📌৬) ভারতের বৃহত্তম বন্দর – মুম্বাই  ।
📌৭) ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া ।
📌৮) ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই ।
📌৯) ভারতের বৃহত্তম মসজিদ – জামা মসজিদ, দিল্লি ।
📌১০) ভারতের বৃহত্তম ব্যাংক – স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ।
📌১১) ভারতের বৃহত্তম হোটেল – অবেরয়-শেরাটন ।
📌১২) ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই ।
📌১৩) ভারতের বৃহত্তম সার কারখানা – সিন্ধ্রি, বিহার ।
📌১৪) ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা ।
📌১৫) ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম ।
📌১৬) ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা ।
📌১৭) ভারতের বৃহত্তম জলাধার – টালা ট্যাঙ্ক ।
📌১৮) ভারতের বৃহত্তম গুরুদ্বার – স্বর্ণ মন্দির, অমৃতসর ।
📌১৯) ভারতের বৃহত্তম স্টেডিয়াম – যুব-ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা ।
📌২০) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – আলিপুর চিড়িয়াখানা ।
📌২১) ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ ।
📌২২) ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান ।
📌২৩) ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল ।
📌২৪) ভারতের বৃহত্তম রেল স্টেশন – ভিক্টোরিয়া টারমিনাস ।
📌২৫) ভারতের বৃহত্তম বিমানবন্দর – মুম্বাই বিমানবন্দর ।
📌২৬) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই ।
📌২৭) ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা ।
📌২৮) ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি ।
📌২৯) ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা ।
📌৩০) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া ।
📌৩১) ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ ।
📌৩২) ভারতের বৃহত্তম বদ্বীপ – সুন্দরবন ।
📌৩৩) ভারতের বৃহত্তম  বিশ্ববিদ্যালয় – কলকাতা বিশ্ববিদ্যালয় ।
📌৩৪) ভারতের বৃহত্তম  তেল শোধনাগার – মথুরা, উত্তর প্রদেশ ।
📌৩৫) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – চিল্কা, ওড়িশা । 


কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇

 QUIZ পর্ব -১ link1 👈

 QUIZ পর্ব -২ link2👈

 QUIZ পর্ব-৩ like3👈

 QUIZ পর্ব-৪ Link4👈

 QUIZ পর্ব-৫ Link5👈

 

File Details: 

PDF Name : ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download