জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর পার্ট- 1

প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর- এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর- ১ - জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য.
👉১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
👉২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
👉৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?— ১ জানুয়ারি, ১৯৪২। –
👉৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? — মহাসচিব।
👉৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? — নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
👉৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয় জেনেভা, সুইজারল্যান্ড।
👉৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র।
👉৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি— ডব্লিউ হ্যারিসন।
👉৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে — ২৬জুন,১৯৪৫ সালে।
👉১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে— ২৪ অক্টোবর, ১৯৪৫।
👉১১.জাতিসংঘের সনদের রচয়িতা— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
👉১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—২৪শে অক্টোবর।
👉১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।
👉১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে — সভাপতি।
👉১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
👉১৬. জাতিসংঘের সাধারণবপরিষদের সভাপতি কতববছরের জন্য নির্বাচিত হয় — ১ বছরের জন্য।
👉১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় — সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
👉১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? — ১৫টি।
👉১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
👉২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।
👉২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় — ২ বছরের জন্য।
👉২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের জন্য।
👉২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়—
৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
👉২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশনসাধারণত বছরে কয়বার বসে— বছরে দু’বার একমাস ব্যাপী।
👉২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কতবছরের জন্য নির্বাচিত হয়- ৩ বছরের জন্য।
👉২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি— ৫৪টি।
👉২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়— ১৮টি।
👉২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় — ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।
👉২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত— ১৫ জন।
👉৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল— ৯ বছর।
👉৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।
👉৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়— সাধারণ পরিষদে।
👉৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে— ৫১টি দেশ।
👉৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন — ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
👉৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণতাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার
করেন — ইংরেজি অথবা ফরাসি।
কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇
QUIZ পর্ব -১ link1 👈
QUIZ পর্ব-৩ like3👈
QUIZ পর্ব-৪ Link4👈
QUIZ পর্ব-৫ Link5👈
File Details:
PDF Name : জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তরLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download