ভূগোল ও পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
![]() |
ভূগোল ও পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, ভূগোল ও পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পার্ট- ২- এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ভূগোল ও পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পার্ট- ২ - ভূগোল ও পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য.
📌. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ? উঃ) হিমাচল প্রদেশ
📌. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?
উঃ) 2004 সালে
📌. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ? উঃ) 1950 সালে
📌. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ? উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা
📌. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ? উঃ) 1948 সালে
📌. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ? উঃ) ডলফিন
📌. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ? উঃ) নেভ
📌. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ? উঃ) স্ফীর্ণ
📌. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ? উঃ) সিয়াচেন হিমবাহ
📌. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ? উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড
📌. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ? উঃ) 2.5 বছর
📌. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ? উঃ) 1/4 অংশ
📌. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ? উঃ) পিরামিড চূড়ার উদাহরণ
📌. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ? উঃ) রাইজার
📌. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ? উঃ) .05ডিগ্রি -1ডিগ্রি ঈ
📌. এক্সিমো ভাষায় নুনাট্যাক্স এর মানে কি? উঃ- বরফমুক্ত ভূমি
📌. আইরিশ শব্দ ‘গাইজার’এর অর্থ কি ? উঃ) গর্জন করা
📌. ব্লো আউট ভারতে কি নামে পরিচিত ? উঃ) ধান্দ
📌. ক্রিকমে ক্ষয়চক্রে গঠিত সমভূমিকে কি নামে অভিহিত করেন ? উঃ) ‘Pan Plane’ নামে
📌. আচরণগত ভূগোলের প্রধান প্রবক্তা কে ? উঃ) কেটস্
📌. ভূমির উলম্ব কোন্ মাপা হয় কোন যন্ত্রে ? উঃ) অ্যাবনি লেভেল এ
📌. কোন অভিক্ষেপে গ্রীনল্যান্ডের সঠিক অবস্থান দেখানো যায় ? উঃ) অর্থমরফিক অভিক্ষেপে
📌. 2012 সালের জীববৈচিত্র সম্মেলন কোথায় সংঘটিত হয় ? উঃ) হায়দ্রাবাদে
📌. Vital Statistics এর জনক কে ? উঃ) ক্যাপ্টেন জন গ্রাউন্ট
📌. সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনক কে ? উঃ) গ্রিফিথ টেলর (1949)
📌. সামাজিক সমস্যার সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকে কি বলে ? উঃ) আরগন (Ergon)
📌. 1999 সালে প্রেরিত IRS-P5 উপগ্রহের নাম কি ? উঃ) CARTOSAT-1
📌. কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন ? উঃ) Gaspard Felix Tournachor (1858)
📌. অভিসারী ফটোচিত্রে কয়টি ক্যামেরা ব্যবহার করা হয় ? উঃ) দুটি
📌. CAC এর পুরা নাম কি ? উঃ) Computer Assisted Cartography
📌. বায়ুযান থেকে ভূপৃষ্ঠের কোন একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণকে কি বলে ?
উঃ) পিন-বিন্দু ফটোগ্রাফি
📌. ‘ব্যবহারিক’ ভূগোল শব্দের প্রবক্তা কে ? উঃ) এ.জে.হার্বার্টসন
📌. ব্যবহারিক ভূগোলে ‘মেগাজিওগ্রাফিক্যাল’ শব্দ কে ব্যবহার করেন ? উঃ) পিটার নংস
📌. ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয় ? উঃ) 1951 এর পর
📌. WGS এর সম্পূর্ণ নাম কি ? উঃ) World Geographic Society
কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇
QUIZ পর্ব -১ link1 👈
QUIZ পর্ব-৩ like3👈
QUIZ পর্ব-৪ Link4👈
QUIZ পর্ব-৫ Link5👈
File Details:
PDF Name : ভূগোল ও পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PART 2Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download