সাধারণ বিজ্ঞান এর 30 টি প্রশ্ন ও উত্তর
![]() |
সাধারণ বিজ্ঞান এর 30 টি প্রশ্ন ও উত্তর |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, সাধারণ বিজ্ঞান এর 30 টি প্রশ্ন ও উত্তর - এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। সাধারণ বিজ্ঞান এর 30 টি প্রশ্ন ও উত্তর - . সাধারণ বিজ্ঞান এর 30 টি প্রশ্ন ও উত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য ।
📌1-মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?Ans:মেলানিন
📌2-ধমনী শেষ হয় কোথায় ?Ans:লসিকায়
📌3-প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?Ans:৭২
📌4-মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?Ans:২৪ টি
📌5-মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?Ans:ডিম্বাণু
📌6-খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?Ans:ক্ষুদ্রান্তে
📌7-ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?Ans:অস্থিতে
📌8-জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?Ans:অ্যালডোস্টেরন
📌9-দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?Ans:টেস্টোস্টেরন
📌10-ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?Ans:অ্যাড্রনালিন
📌11-কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?Ans:প্যারা থরমোন
📌12-প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?Ans:দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
📌13-যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?Ans:গ্লাইকোজেন রূপে
📌14-জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?Ans:কার্বন
📌15-বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?Ans:টিস্প্যানিক পর্দা
📌16-আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?Ans:পেপসিন
📌17-চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?Ans:রেটিনা
📌18-থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?Ans:থাইরক্সিন
📌19-মুত্র প্রস্তুত হয় কোথায় ?Ans:কিডনীতে
📌20-একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?Ans:১ টি
📌21-শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?Ans:কিডনি
📌22-একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?Ans:০.৪ সেকেন্ড
📌23-নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?Ans: ১২৫ মিটার
📌24-চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?Ans:লেকরিমাল গ্রন্থি থেকে
📌25-মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?Ans:যকৃত
📌26-পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?Ans:ডিওডেনাম
📌27-ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?Ans:ইনসুলিন
📌28-মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?Ans:হরমোন
📌29-অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?Ans:যকৃত এ
📌30-মুত্র হলুদ দেখায় কেন ? Ans:বিলিরুবিনের জন্য
কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇
QUIZ পর্ব -১ link1 👈
QUIZ পর্ব-৩ like3👈
QUIZ পর্ব-৪ Link4👈
File Details:
PDF Name : বিজ্ঞান এর 30 টি প্রশ্ন ও উত্তরLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download