ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রস্নত্তর - যা বিভিন্ন পরীক্ষা তে বার বার এসেছে
![]() |
ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রস্নত্তর |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রস্নত্তর PDF- এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রস্নত্তর নিয়ে আজ PDF- ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রস্নত্তর থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য ।
1:- মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো ?
উত্তর:- বিখ্যাত ফরাসিপ্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড়
সভ্যতা আবিষ্কার করেন ।
2 :- মেহেরগড় সভ্যতা কবেআবিষ্কৃত হয় ? উত্তর:- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ সালে আবিষ্কৃত হয় ।
প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ? উত্তর:- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বেলুচিস্তানের
মধ্যবর্তী স্থানে – অর্থাৎ বোলান গিরিপথের কাছেও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে
মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল ।
3 :- মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতারনিদর্শন ।
4:- ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?উত্তর:- ভারতীয় সভ্যতা প্রায় ৮৫০০ বছরের প্রাচীন ।
5:- ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ?
উত্তর:- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন
প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ।
6:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী ?
উত্তর:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা ।
7:- মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ? উত্তর:- মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা
8:- হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ভারতেরতাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।
9:- মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল ?উত্তর:- বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী
থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।
10:- পশুপালনের ওপর ভিত্তি করেভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তর:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল
11:- মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল ?উত্তর:- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক ।
12:- বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।
13:- মেহেরগড় সভ্যতার ৫টিগুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো ?উত্তর:- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের
নাম হল (ক) মেহেরগড় (খ) কিলে গুল মহম্মদ (গ) কোটদিজি (ঘ) গুমলা (ঙ) মুন্ডিগাক ।
14:- সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিস্কার করেন ?
উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদরাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার করেন ।
15:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত ? উত্তর:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন -এর
সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত।
16:- হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ?উত্তর:- হরপ্পা সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা।
17:- হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল ?উত্তর:- প্রকৃতিগত ভাবে হরপ্পা সভ্যতা একটি নগর
কেন্দ্রিক সভ্যতা হলেও হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন ।
18:- হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না ?
উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না ।
হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ।
19:- ভারতবর্ষে প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায়পাওয়া গেছে ?
উত্তর:- গুজরাটের লোথাল-এ প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে।
20:- ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে ?
উত্তর:- হরপ্পা-মহেঞ্জোদারো অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে ভারতের প্রথম নগরায়নের চিহ্ন পাওয়া গেছে ।
21:- ভারতের প্রথম নগরায়নের যুগেরএকটি শহরের নাম লেখো ?
উত্তর:- ভারতের প্রথম নগরায়নের যুগেরএকটি শহরের নাম মহেঞ্জোদারো ।
কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇
QUIZ পর্ব -১ link1 👈
QUIZ পর্ব-৩ like3👈
QUIZ পর্ব-৪ Link4
File Details:
PDF Name : ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রস্নত্তরLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download