ভূগোল এর কিছু প্রশ্নত্তর নিয়ে আজ PDF- এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে আছে - JOSH ACADEMY

Latest






Thursday, September 17, 2020

ভূগোল এর কিছু প্রশ্নত্তর নিয়ে আজ PDF- এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে আছে

 ভূগোল এর কিছু প্রশ্নত্তর নিয়ে আজ PDF- 

ভূগোল এর কিছু প্রশ্নত্তর নিয়ে আজ PDF
ভূগোল এর কিছু প্রশ্নত্তর নিয়ে আজ PDF


প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, ভূগোল এর কিছু প্রশ্নত্তর নিয়ে আজ PDF- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ভূগোল এর কিছু প্রশ্নত্তর নিয়ে আজ PDF- জীবন বিজ্ঞান এর কিছু প্রস্নত্তর থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য ।

 

১- WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ- গ্ল্যান্ড (সুইৎজারল্যান্ড)।

২- WCS এর পুরো অর্থ কি? উঃ- Wildlife Conservation Society।

৩- ICFRE এর পুরো অর্থ কি? উঃ- Indian Council of Forestry Research and Education।

৪- কত সালে ICFRE গঠিত হয়? উঃ- ১৯৮৭ সালে।

৫- ভারতে কত সালে বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনপাশ হয়? উঃ- ১৯৮১ সালে।

৬- ভারতে কত সালে জীববৈচিত্র্য আইন পাশ হয়? উঃ- ২০০২ সালে।

৭- ভারতে কত সালে 'Wildlife Protection Act' পাশ হয়? উঃ- ১৯৭২ সালে।

৮- ভারতে কত সালে বনভূমি সংরক্ষন আইন পাশ হয়?উঃ- ১৯৮০ সালে।

৯- ভারতে কত সালে জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয়? উঃ- ১৯৭৪ সালে।

১০- একটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরন দাও। উঃ- বন্যা।

১১- একটি অর্ধ প্রাকৃতিক দুর্যোগের উদাহরন দাও। উঃ- ঝুমচাষের ফলে ভূমিধ্বস।

১২- একটি মানবসৃষ্ট দুর্যোগের উদাহরন দাও। উঃ- পারমানবিক বিস্ফোরণ।

১৩- সাম্প্রতিক কালের একটি বিপর্যয়ের উদাহরন দাও। উঃ- সুনামি (২০০৪)।

১৪- কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? উঃ- জাপান।

১৫- পৃথিবীর সর্বাধিক সুনামিপ্রবণ অঞ্চল কোনটি? উঃ- জাপান - তাইওয়ান দ্বীপপুঞ্জ অঞ্চল।

১৬- পৃথিবীর সর্বাধিক ভয়ংকর শ্রেণীর অগ্নুৎপাত কোনটি? উঃ- প্লিনীয় শ্রেণী।

১৭- ভারতের সর্বাধিক ভূমিধ্বসপ্রবণ রাজ্য কোনটি? উঃ- উত্তরাখন্ড।

১৮- পৃথিবীর কোন মহাসাগর সবচেয়ে সুনামিপ্রবণ? উঃ- প্রশান্ত মহাসাগর।


১৯- পৃথিবীর সর্বাধিক বন্যাপ্রবণ দেশ কোনটি? উঃ- বাংলাদেশ।


২০- ভারতের কত শতাংশ অঞ্চল বন্যাপ্রবণ? উঃ- ১২ শতাংশ। 



কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇

 QUIZ পর্ব -১ link1 👈

 QUIZ পর্ব -২ link2👈

 QUIZ পর্ব-৩ like3👈

 QUIZ পর্ব-৪ Link4

 

File Details: 

PDF Name :ভূগোল এর কিছু প্রশ্নত্তর
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download