বাংলা উপন্যাস সম্পর্কে আলোচনা যা পরীক্ষা তে বার বার এসেছে - JOSH ACADEMY

Latest






Saturday, September 19, 2020

বাংলা উপন্যাস সম্পর্কে আলোচনা যা পরীক্ষা তে বার বার এসেছে

বাংলা উপন্যাস সম্পর্কে আলোচনা যা পরীক্ষা তে বার বার এসেছে

বাংলা উপন্যাস সম্পর্কে আলোচনা
বাংলা উপন্যাস সম্পর্কে আলোচনা


প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, বাংলা উপন্যাস সম্পর্কে আলোচনা- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।বাংলা উপন্যাস সম্পর্কে নিয়ে আজ PDF- WBP | KP | RAIL EXAM |GROUP D | ICDS .  বাংলা উপন্যাস সম্পর্কে থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য।

 

১- গৃহদাহ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? উঃ- ভারত বর্ষ পত্রিকায়।

২-শেষ প্রশ্ন'উপন্যাসর নায়ক না থাকায়এই উপন্যাসকে কি বলা হয়? উঃ-  she Novel

৩-'নিস্কৃতি' উপন্যাসের পূর্ব নাম কি? উঃ-  ঘর ভাঙ্গা।

৪--পথের দাবী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উঃ-  বঙ্গবাণী পত্রিকা

৫- শরৎ চন্দ্রের ছদ্মনাম কী? উঃ-  অনিলা দেবী।

৬-দত্তা কোন পত্রিকায় প্রকাশিত হয় উঃ-  ভারত বর্ষ

৭-দেনাপাওনা উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? উঃ-  ভারত বর্ষ

৮- শ্রীকান্ত উপন্যাসটি কে পুস্তক আকারে প্রকাশ করেন? উঃ-  গুরুদাস চক্রবর্তী

৯-- মৃত্যুর পর প্রকাশিত একটি উপন্যাসের নাম বলো? উঃ-  শেষের পরিচয়

১০-চরিএহীন উপন্যাসটির গুজরাটী অনুবাদের নাম কি? উঃ- প্রনয় পঙ্ক

১১-দেবদাস উপন্যাসটি শরৎচন্দ্রের মত না নিয়ে কে প্রকাশ করেছিলেন- উঃ- প্রমথনাথ ভট্টাচার্য্য

১২-, তাঁর আত্মজীবনী মূলক উপন্যাস এর নাম কি? উঃ- শ্রীকান্ত

১৩-'বৈকুন্ঠের উইল' উপন্যাসটি কোন পএিকায় প্রকাশিত হয়? উঃ-  ভারতবর্ষ

১৪- তার যে উপন্যাস ' বিজয়া ' নামে নাট্যরূপ পাই তার নাম বল ? উঃ- দত্তা

১৫-তার কোন উপন্যাস কে ব্রিটিশ রা  নিষিদ্ধ বলে ঘোষণ করেন ? উঃ-  পথের দাবী।

১৬- বিপ্রদাস " কোন প্রত্রিকার প্রকাশিত হয়? উঃ-  বিচিত্রা

১৭-পন্ডিতমশাই উপন্যাসটি কোন পএিকায় প্রকাশিত হয়? উঃ-  ভারতবর্ষ

১৮-বাংলা সাহিত‍্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রটির নাম কী ? উঃ-  ইন্দ্রনাথ

১৯-|শরৎচন্দ্র কোন উপন‍্যাস সম্পর্কে বলেছেন'ওটা আমার বেস্ট বই'? উঃ-  গৃহদাহ

২০-দত্তা উপন‍্যাসের নাট‍্যরুপ কী? উঃ-  বিজয়া।

২১-পল্লীসমাজ উপন‍্যাসের নাট‍্যরুপ কী? উঃ- রমা

২২- 'বিরাজ বৌ ' উপন্যাস টি শরৎচন্দ্র কার অনুরোধে উপন্যাস এর আকারে পরিবর্তিত করেন?
উঃ-  যোগীন্দ্রনাথ সরকারের

২৩-বড়ো দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? উঃ- ভারতী

২৪-লেখক কে কার সাথে তুলনা করা হয় উঃ- চার্লস ডিকেন্স

২৫- চরিত্রহীন " কোন প্রত্রিকার প্রকাশিত হয়? উঃ-  যমুনা।

২৬-কোন কোন উপন্যাসের তিনি নাট্য রূপ দেন? উঃ- ষোড়শী ,রমা,বিরাজ বৌ, বিজয়া

২৭- তার জীবিত কালের শেষ উপন্যাস কোনটি? উঃ- বিপ্রদাস

২৮-কৌলিন‍্য প্রথার ওপর ভিত্তি করে তাঁর কোন উপন‍্যাস রচিত? উঃ- বামুনের মেয়ে

২৯- দেবদাস " কোন প্রত্রিকার প্রকাশিত হয়? উঃ-  ভারতবর্ষ

৩০-রাসবিহারী ও নরেন কোন উপন্যাসের চরিত্র? উঃ- দত্তা

৩১-মহেন্দ্র ,পার্বতী, দেবদাস  কোন উপন্যাসের চরিত্র? উঃ- দেবদাস

৩২- শেষের পরিচয় লিখে শেষ করেন কে ? উঃ- রাধারাণী দেবী

৩৩- বড়দিদি উপন্যাসের পূর্ব নাম কী? উঃ- শিশু

৩৪-তার অসমাপ্ত উপন্যাস গুলি কি ?
উঃ-  শেষের পরিচয়,আগামীকাল,এবং জাগরণ

৩৫-শরৎচন্দ্র চট্টোপাধ‍্যায় কোথা থেকে ডি.লিট উপাধি পান? উঃ-  ঢাকা বিশ্ববিদ্যালয়

৩৬-কোথায় থাকাকালীন তিনি বড়দিদি উপন‍্যাসটি রচনা করেন -উঃ- ভাগলপুর

 

কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇

 QUIZ পর্ব -১ link1 👈

 QUIZ পর্ব -২ link2👈

 QUIZ পর্ব-৩ like3👈

 QUIZ পর্ব-৪ Link4

 

File Details: 

PDF Name : উপন্যাস
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2

Download Link :Click Here To Download