ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- 2 - JOSH ACADEMY

Latest






Monday, September 28, 2020

ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- 2

 

 ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট-২

ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর
ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর


প্রিয় বন্ধুরা,

পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো,  ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- ২- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর পার্ট- ২ ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

📌1) ভারতের বৃহত্তম জলপ্রপাত – গেরসোপ্পা, কর্ণাটক ।
📌2)  ভারতের বৃহত্তম হ্রদ – উলার হ্রদ, কাশ্মীর ।
📌৩) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা-নাঙ্গাল ।
📌4) ভারতের  বৃহত্তম মেলা – কুম্ভ মেলা ।
📌5) ভারতের  বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার ।ভারতের উচ্চতম --
📌6) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন ।
📌7) ভারতের উচ্চতম অট্টালিকা – বিকাশ মিনার, নতুন দিল্লি ।
📌8) ভারতের উচ্চতম বিমান বন্দর – লেহ, লাডাক ।
📌9) ভারতের উচ্চতম মন্দির - মীনাক্ষী মন্দির, মাদুরাই ।
📌10) ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ – অশোক স্তম্ভ, সারনাথ ।
📌11) ভারতের উচ্চতম বাঁধ – ভাকরা বাঁধ ।
📌12) ভারতের উচ্চতম স্তম্ভ – কুতুব মিনার ।
📌13) ভারতের উচ্চতম তোরণদ্বার – বুলন্দ দরওয়াজা ।
📌14)  উচ্চতম উচ্চতম রেল স্টেশন – ঘুম, দার্জিলিং ।
📌15)  ভারতের উচ্চতম স্তূপ – সাঁচি স্তূপ ।ভারতের দীর্ঘতম –
📌16) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ – জওহর টানেল ।
📌17) ভারতের দীর্ঘতম নদী সেতু – মহাত্মা গান্ধি সেতু ।
📌18) ভারতের দীর্ঘতম পর্বতমালা – হিমালয় ।
📌19)  ভারতের দীর্ঘতম গুহা মন্দির – ইলোরা ।
📌20) ভারতের দীর্ঘতম গুহা – অমরনাথ, জম্মু ও কাশ্মীর ।
📌21)ভারতের দীর্ঘতম খাল – ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান ।
📌22) ভারতের দীর্ঘতম রাজপথ – গি. টি রোড ।
📌23)ভারতের দীর্ঘতম ময়দান – গড়ের মাঠ, কলকাতা ।
📌24) ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু – হাওড়া ব্রিজ ।
📌25) ভারতের দীর্ঘতম রেলপথ – উত্তর রেলপথ ।
📌16) ভারতের দীর্ঘতম বাঁধ – হিরাকুঁদ বাঁধ ।
📌27) ভারতের দীর্ঘতম হাইওয়ে – এন. এইচ- ৭, বারানসি থেকে কন্যাকুমারী ।
📌28) ভারতের দীর্ঘতম গিরিপথ – খাইবার গিরিপথ ।
📌29) ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা, ২৫১০ কিমি ।
📌30) ভারতের দীর্ঘতম হিমবাহ – সিয়াচেন ।ভারতের সর্বাপেক্ষা বেশি
📌31) ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রী – জ্যোতি বসু ।
📌32) ভারতের সর্বাপেক্ষা বেশি জনাকীর্ণ শহর – কলকাতা ।
📌33) ভারতের সর্বাপেক্ষা বেশি শিক্ষিতের হার – কেরল ।
📌34) ভারতের সর্বাপেক্ষা কাগজ কল – পশ্চিমবঙ্গ ।
📌35) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত – আরাবল্লি । 


কুইজ দিতে এই লিঙ্ক এ click করুন👇

 QUIZ পর্ব -১ link1 👈

 QUIZ পর্ব -২ link2👈

 QUIZ পর্ব-৩ like3👈

 QUIZ পর্ব-৪ Link4👈

 QUIZ পর্ব-৫ Link5👈


File Details: 

PDF Name : ভারতের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন ও উত্তর-part -2
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download