চন্দ্রযান-৩ থেকে গুরুত্বপূর্ণ টপিক
![]() |
chandrayaan-3 isro |
1. চন্দ্রযান- ৩ লঞ্চ করা হয়েছে কোন
তারিখে?
Ans - ১৪ই জুলাই ২০২৩
2. কোথা থেকে চন্দ্রযান-৩ লঞ্চ করা হলো?
Ans অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে
3. কটার সময় এই মিশন লঞ্চ করা হলো?
Ans দুপুর ২.৩৫
4.এই মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে?
Ans - LMV3-M4 বা GSLV Mark 3 রকেট, যেটি Fat Boy নামে পরিচিত
5. LMV3-এর পুরো কথা কী?
Ans- Launch Vehicle Mark-III
6.চন্দ্রযান-৩ মিশনের রকেট ইঞ্জিনটির
নাম কী?
Ans - CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন
7. চন্দ্রযান- ৩ মিশনে কয়টি মডিউল ও কী কী?
Ans- ৩টি অংশ; যথা- ল্যান্ডার মডিউল, প্রপালসন মডিউল এবং রোভার
৪.ল্যান্ডারটির নাম কী?
Ans - বিক্রম
9.বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে
করা হয়েছে?
Ans- বিক্রম সারাভাই-এর নামে
10.এই ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে?
Ans - 8 থ্রোটল
11.রোভারটির নাম কী?
Ans - প্রজ্ঞান
12.রোভারটিতে মোট কয়টি পা বা চাকা
রয়েছে?
Ans - ৬টি
13.চন্দ্রযান-৩ মিশনে কোন মডিউল পাঠানো হয়নি?
Ans- মুন অরবিটার; কারণ চন্দ্রযান-২ মিশনে পাঠানো অরবিটারটি অলরেডি চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে
14.চন্দ্রযান-৩-র মোট ওজন কত?
Ans- ৩৯০০ কেজি
15.প্রপালসন মডিউলটির ওজন কত?
Ans - ২১৪৮ কেজি
16.রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন
কত ?
Ans- ১৭৫২ কেজি
17.চাঁদের কোন মেরুতে ল্যান্ড করবেচন্দ্রযান-৩?
Ans- দক্ষিন মেরুতে
18.চাঁদের দক্ষিন মেরুতে অবতরণ করতে
চলা কততম দেশ ভারত?
Ans প্রথম
19.কত তারিখে চাঁদের দক্ষিন মেরুতে ল্যান্ড করার পরিকল্পনা করা হয়েছে?
Ans- ২৩-২৪ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে সফট ল্যান্ডিং-এর মাধ্যমে; আর যদি ওই দিন ল্যান্ড সম্ভব না হয়, সেক্ষেত্রে ১৫ দিন অপেক্ষা করতে হবে
20.এই মিশনের জীবনসীমা কত?
Ans- ১৪ পৃথিবী দিবস বা ১ চন্দ্ৰ
দিবালোক সময়
21.চন্দ্রযান-৩ মিশনের জন্য মোট কত টাকা খরচ হয়েছে?
Ans- ৬১৫ কোটি টাকা
22.চন্দ্রযান-৩ মিশনের প্রধান উদ্দেশ্য কী?
Ans- চাঁদের দক্ষিন মেরুতে সফট ল্যান্ডিং, রোভারটিকে স্থাপন করে সেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা, চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্য অন্বেষণ
23.চন্দ্রযান-৩ মিশনের থিম কী?
Ans- Science of the Moon
24.চন্দ্রযান-৩ মিশনটির নেতৃত্ব দিয়েছেন কে?
Ans- রিতু শ্রীবাস্তব, তিনি চন্দ্রযান-২ মিশনেরও ডিরেক্টর ছিলেন এবং মঙ্গলযান মিশনের ডেপুটি অপারেশন ডিরেক্টর
ছিলেন
Ans- ISRO
27.চন্দ্রযান-১ মিশন কবে লঞ্চ করা
হয়েছিল?
Ans - ২০০৮ সালের ২২শে অক্টোবর
28.চন্দ্রযান-১ মিশনের সময় ISRO-এর চেয়ারম্যান কে ছিলেন?
Ans - জি. মাধবন
29.চন্দ্রযান-১ কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল?
Ans- PSLV XL-C11
30.চন্দ্রযান-২ মিশন কবে লঞ্চ করা
হয়েছিল?
Ans- ২০১৯ সালের ২২শে জুলাই
31.চন্দ্রযান-২ মিশনের সময় ISRO-এর চেয়ারম্যান কে ছিলেন?
Ans- কে. সিভান
32.চন্দ্রযান-২ কোন রকেটের মাধ্যমে লঞ্চ
করা হয়েছিল?
Ans - GSLV Mark 3
33.ISRO-এর পুরো কথা কী?
Ans- Indian Space Research Organisation
34.ISRO-এর হেড কোয়ার্টার বা সদর
দপ্তর কোথায় অবস্থিত?
Ans - বেঙ্গালুরু
35.কত সালে ISRO প্রতিষ্ঠা হয়েছিল?
Ans- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট
36.SRO-এর বর্তমান চেয়ারম্যান কে?
Ans- এস. সোমনাথ