WBP & Lady Constable 2023 জিকে প্র্যাকটিস সেট
![]() |
WBP & KP Exam 2023 GK Practice Set 1 |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, বাংলা জেনারেল G.K - এই টপিকটি থেকে বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কুইজ আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।সামনেই নতুন সব শূন্যপদ বেরবে টাই তাড়াতাড়ি এখন থেকেই প্রস্তুত হয়ে যাও তোমরা আর দেরি না করে।তার সাঙ্গে আমাদের ফ্রি PDF গুলো নিতে পারো।.
1-লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগ পত্র কার কাছে জমা দেবেন?
A উপোদক্ষ
B উপরাষ্ট্রপতি
C রাষ্ট্রপতি
D মুখ্য সচিব
২-সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
A উপরাষ্ট্রপতি
B লোকসভার অধ্যক্ষ
C রাষ্ট্রপতি
D কোনোটিই নয়
3-লোকসভার অধিবেশনে আহবান ও সমাপ্তির ঘোষণা কার হাতে থাকে?
A রাষ্ট্রপতি
B প্রধানমন্ত্রী
C লোকসভার অধ্যক্ষ
D রাজ্যপাল
4-লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন-
A অধ্যক্ষ
B প্রধানমন্ত্রী
C রাষ্ট্রপতি
D উপরাষ্ট্রপতি
5- ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি?
A পানামা খাল
B সুয়েজ খাল
C গঙ্গা খাল
D ইন্দ্রাবতী খাল
6- দ্য লাস্ট সাফফার চিত্রটি কার আকা?
A মাইকেল এজেল
B রাফেল
C লিওনার্দো দা ভিঞ্চি
D রবীন্দ্রনাথ ঠাকুর
7- দেওয়া নেওয়া কার লেখা ছোট গল্প?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C শরৎচন্দ্র চট্টোপাধ্যায
D বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায
8- ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
A তিলাইয়া
B শিবসমুদ্রম
C মাইথন
D ভাকরা
9- কলহন লেখা গ্রন্থটি কি?
A কথামৃত
B রামচরিতমানষ
C রাজতরঙ্গিনী
D কোনোটিই নয়
10- কোন সম্রাট দেবতার প্রিয় বলে অভিহিত হতেন?
A অশোক
B কনিষ্ক
C বিন্দুসার
D শশাঙ্ক
11- পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়ক পথ কোথায় আছে?
A বাংলাদেশ
B মায়ানমার
C নেপাল
D ভুটান
12- বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়?
A কোশি নদীকে
B ময়ূরক্ষী নদী
c অজয় নদীকে
D দামোদর নদীতে
13- জেলা পরিষদ সভার সভাপতি করেন?
A জেলা শাসক কে
B সভাপতিকে
C সভাধিপতি
D কোনোটিই নয়
14- মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন?
A ছয় বছর
B পাঁচ বছর
C চার বছর
D কোনদিনই নয়
15- শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন?
A কুমার গুপ্ত
B প্রথম চন্দ্রগুপ্ত
C স্কণ্ডগুপ্ত
D কোনোটিই নয়
16- ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে?
A দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B সমুদ্র গুপ্ত
C কুমার গুপ্ত
B চন্দ্রগুপ্ত
17- এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে?
A সমুদ্র গুপ্ত
B চন্দ্রগুপ্ত
C দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D বীরবল
18- দিল্লি চলো কে এই ধ্বনি তুলেছিলেন?
A মহাত্মা গান্ধী
B নেতাজি সুভাষ চন্দ্র বোস
C রাজবিহারী বসু
D ক্ষুদিরাম বসু
19- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
A সর্বপল্লী রাধাকৃষ্ণণ
B ডক্টর রাজেন্দ্র প্রসাদ
C সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
D লর্ড মাউন্টব্যাটেন
20- কোনটি ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইড বলা হয়?
A 1921
B 1931
C 1951
D 1911
21- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন-
A অ্যানি বেসান্ত
B সরোজিনী নাইডু
C নেললি সেনগুপ্ত
D অরুনা আসিফ আলি
22- অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন?
A উইলিয়াম জোন্স
B জেমস প্রিন্সেপ
C ম্যাক মুলার
D কোনোটিই নয়
23- এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
A কালিদাস
B বিজয় গুপ্ত
C হরি সেন
D বসু বন্ধু
24- দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন?
A ইলতুৎমিস
B আলাউদ্দিন খলজি
C আকবর
D শেরশাহ
25- নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন?
A দীনবন্ধু মিত্র
B মাইকেল মধুসূদন দত্ত
C দ্বিজেন্দ্রলাল রায়
D গিরিশচন্দ্র ঘোষ
Free PDF Download- Link