আসন্ন WBP & KP মকটেস্ট পার্ট - 39
![]() |
আসন্ন WBP & KP মকটেস্ট পার্ট - 39 |
বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো,আসন্ন WBP & KP মকটেস্ট পার্ট 39 - এই বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।আসন্ন WBP & KP মকটেস্ট পার্ট 39- আসন্ন WBP & KP মকটেস্ট পার্ট 39 -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য.
📌1 - নামদাফা জাতীয় উদ্যান টি কোথায়?
A অরুণাচল প্রদেশ
B বিহার
C রাজস্থান
D আসাম
📌2- করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
A কর্ণাটক
B উত্তরাখণ্ড
C অরুণাচল প্রদেশ
D কোনোটিই নয়
📌3- চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
A উত্তর প্রদেশ
B মধ্যপ্রদেশ
C সিকিম
D আসাম
📌4 - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি?
A অমরকন্টক
B সেডল পিক
C নকরেক
D কোনোটিই নয়
📌5 - ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে?
A বিদ্যাসাগর
B রবীন্দ্রনাথ ঠাকুর
C গান্ধীজী
D দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
📌6- বাংলা সংগীতে গজল এর প্রচলন করেন?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C কাজী নজরুল ইসলাম
D কোনোটিই নয়
📌7- রবীন্দ্রনাথের শেষের কবিতা হল একটি-
A উপন্যাস
B গল্প
C পদ্ম
D কোনোটিই নয়
📌8- ভারতের সর্বোচ্চ আঞ্চলিক সাহিত্য পুরস্কার হল -
A রবীন্দ্র পুরস্কার
B সাহিত্য একাডেমী পুরস্কার
C পুলিৎজার পুরস্কার
D কোনোটিই নয়
📌9- লোরি এটি কোন রাজ্যের উৎসব?
A অন্ধপ্রদেশ
B মিজোরাম
C হিমাচল প্রদেশ
D কোনোটিই নয়
📌10- অষ্টনিকা এটি কাদের উৎসব?
A জৈন
B শিখ
C খ্রিষ্টান
D হিন্দু
📌11- কেলুচরণ মহাপাত্র কিসের সঙ্গে যুক্ত?
A সুরকার
B নাটক
C ওডিসি নৃত্য
D গীতিকার
📌12- বিরজু মহারাজ কিসের সঙ্গে যুক্ত?
A কত্থক নৃত্য
B কুচিপুরি নৃত্য
C কার্টুনিস্ট
D জাদুঘর
📌13- দীর্ঘতম নদী অববাহিকার নাম কি?
A নীল
B আন্দিজ
C অ্যামাজন
D অ্যাঞ্জেল জলপ্রপাত
📌14 - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?
A কলকাতা
B নিউ দিল্লি
C হায়দ্রাবাদ
D অন্ধপ্রদেশ
📌15- ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
A রাচি
B ব্যাঙ্গালোর
C কারনাল হরিয়ানা
D কোনোটিই নয়
📌16- ভারতের প্রথম ডাকটিকিট চালু হয় কত খ্রিস্টাব্দে?
A 1867
B 1852
C 1909
D 1801
📌17- মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায়?
A রাজঘাট
B শক্তিস্থল
C বীরভূম
D উদয় ভূমি
📌18- কম্পিউটারের জনক কাকে বলা হয়-
A মার্ক জুকারবার্গ
B চার্লস ব্যাবেজ
C জন বেল
D কোনোটিই নয়
📌19- টিকাকরণের জনক কাকে বলা হয়-
A লুই পাস্তুর
B থমাস কুক
C কাল রিডার
D এডওয়ার্ড জেনার
📌20- ভারতের বৃহত্তম কারাগার কোনটি-
A আলিপুর কারাগার
B হায়দ্রাবাদ জেল
C তিহার জেল
D কোনোটিই নয়
📌21- ভারতের লৌহ মানব কাকে বলা হয়?
A বল্লভ ভাই প্যাটেল
B দাদাভাই নওরোজি
C জহরলাল নেহেরু
D কোনোটিই নয়
📌22- বাবুজি নামে পরিচিত ছিলেন কে?
A গান্ধীজী
B জগজীবন রাম
C চক্রবর্তী রাজা গোপালাচারী
D রবীন্দ্রনাথ ঠাকুর
📌23- ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ছিলেন কে?
A সমুদ্র গুপ্ত
B চাণক্য
C মহাকবি কালিদাস
D কোনোটিই নয়
📌24- জাম্বো নামে কোন ক্রিকেটার পরিচিত ছিলেন?
A ব্রিয়ান লারা
B অনিল কুম্বলে
C সুনীল গাভাস্কার
D কোনোটিই নয়
📌25- ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন কে?
A সমুদ্র গুপ্ত
B দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C ভগৎ সিং
D কোনোটিই নয়
File Details:
PDF Name :আসন্ন WBP & KP মকটেস্ট পার্ট 39Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 3
Download Link :Click Here To Download