আসন্ন WBP & KP মকটেস্ট-38 | তাড়াতাড়ি দেখে নাও - JOSH ACADEMY

Latest






Tuesday, October 20, 2020

আসন্ন WBP & KP মকটেস্ট-38 | তাড়াতাড়ি দেখে নাও

 আসন্ন WBP & KP মকটেস্ট-38

আসন্ন WBP & KP মকটেস্ট-38
আসন্ন WBP & KP মকটেস্ট-38

বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো,আসন্ন WBP & KP মকটেস্ট-38 - এই বিষয় থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।আসন্ন WBP & KP মকটেস্ট-38- আসন্ন WBP & KP মকটেস্ট-38 -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

 

🚀1 - মেগাস্থিনিস কোন দেশের লোক ছিল?
A গ্রীস
B চীন
C আরব
D কোনোটিই নয়

🚀2- ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়?
A 1527
B 1529
C 1528
D 1531

🚀3- ইন্ডিকা গ্রন্থটি কে লেখেন?
A মেগাস্থিনিস
B দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C চন্দ্রগুপ্ত মৌর্য
D হিউয়েন সাং

🚀4- মহেন- জ- দারো কথাটির অর্থ কি?
A জ্ঞান
B মৃতের স্তুপ
C দুর্গ
D কোনোটিই নয়

🚀5- পলাশীর যুদ্ধ কত সালে হয়?
A 23 শে জুন 1857
B তেইশে জুলাই 1865
C 26 শে জুন 1861
D 23 শে জুন 1757

🚀6- প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
A রাজা রামমোহন রায়
B জ্যোতিবা ফুলে
C আত্মারাম পান্ডুরঙ্গ 1867
D কোনোটিই নয়

🚀7- হরিজন সংবাদপত্রটি সম্পাদক ও প্রকাশক কে?
A মহাত্মা গান্ধী
B মতিলাল নেহেরু
C অ্যানি বেসান্ত
D কোনোটিই নয়

🚀8 - আজাদ হিন্দ ফৌজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A 1944
B 1943
C 1955
D 1947

🚀9 - কত সালে সাইমন কমিশন গঠন হয়?
A 1919
B 1905
C 1927
D কোনোটিই নয়

🚀10- ধোলাবিরা শহরটি কোথায় অবস্থিত ছিল?
A গুজরাট লুনি
B হরিয়ানা
C রাজস্থান
D কোনোটিই নয়

🚀11 - মূল সংবিধানে স্বীকৃত দেয়া হয় কয়টি আঞ্চলিক ভাষাকে?
A 13 টি
B বারোটি
C 14 টি
D 15 টি

🚀12- ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা-
A অ্যাটর্নি জেনারেল
B প্রধানমন্ত্রী
C রাষ্ট্রপতি
D কোনোটিই নয়

🚀13- সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় কত নম্বর ধারাকে-
A 61 নম্বর ধারা
B 62 নম্বর ধারা
C 32 নম্বর ধারাকে
D 42 নম্বর ধারাকে



🚀14-বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন?
A রাষ্ট্রপতি দ্বারা
B প্রধানমন্ত্রীর দ্বারা
C লোকসভার স্পিকার এর দ্বারা
D কোনোটিই নয়

🚀15- রাজ্য ও কেন্দ্রের মধ্যে অর্থবন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন-
A প্রতি ছয় বছর অন্তর
B প্রতি সাত বছর অন্তর
C প্রতি পাঁচ বছর অন্তর
D কোনোটিই নয়

🚀17- ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সূত্রপাত কত সালে?
A 1959
B 1975
C 1974
D 1964

🚀18 - সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কার্যনির্বাহী করেন?
A সচিদানন্দ সিনহা
B বি এন রাও
C জহরলাল নেহেরু
D কোনোটিই নয়

🚀19- ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
A 1971
B 1964
C 1911
D 1972

🚀20- ভারতের সংবিধানের অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ আছে?
A 281 নম্বর ধারায়
B 42 নম্বর ধারা
C 280 নম্বর ধারা
D 356 নম্বর ধারায়

🚀21- রাজ্যপাল কে কে শপথ বাক্য পাঠ করান কে?
A রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি
B সুপ্রিম কোর্টের বিচারপতি
C রাষ্ট্রপতি
D কোনোটিই নয়

🚀22- লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময় সর্বোচ্চ ব্যবধান হতে পারে?
A এক বছর
B 6 মাস
C তিন মাস
D কোনোটিই নয়

🚀23- কলিঙ্গ পুরস্কার কিসের জন্য দেওয়া হয়?
A সংগীতের জন্য
B সাংবাদিকতার জন্য
C বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য
D কোনোটিই নয়

🚀24- কাবুলিওয়ালা এই চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?
A সত্যজিৎ রায়
B তপন সিংহ
C ঋত্বিক ঘটক
D কোনোটিই নয়

🚀25- হি- ম্যান এই চরিত্রটির স্রষ্টা কে?
A রজার সুইট
B প্রাণ কুমার শর্মা
C বব মন্টানা
D কোনোটিই নয়


File Details: 

PDF Name :wbp & KP Mock Test-38
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 3
Download Link :Click Here To Download