ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর - JOSH ACADEMY

Latest






Sunday, October 11, 2020

ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর

 ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর

ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর
ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর

প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো,ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর- এই বিষয় থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর - ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর-থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

 

🔗১) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি -প্রতিভা পাটিল।

🔗২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী –ইন্দিরা গান্ধী।

🔗৩) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল –সরজিনী নাইডু।

🔗৪) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – সুচেতাকৃপালিনী।

🔗৫) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড – রিতাফারিয়া।

🔗৬) ভারতের প্রথম মিস ইউনিভার্স –সুস্মিতা সেন।

🔗৭) ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক- জিনাত আমন।

🔗৮) ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল-লারা দত্ত।

🔗৯) ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড -অদিতি গােয়িত্রিকার।

🔗১০) ভারতের প্রথম মিস আর্থ – নিকোলেফারিয়া।

🔗১১) ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী -মাদার টেরেসা।

🔗১২) ভারতের প্রথম মহিলা স্নাতক -কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।

🔗১৩) ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স)– কামিনী রায়।

🔗১৪. জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কতসালে গঠিত হয়েছে?- ১৯৭৫ সালে।

🔗১৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী-ওড়িশার হীরাকু বাঁধ

🔗১৬. ইলেকট্রনিক্স শিল্পে ভারতে কোন অঞ্চলপ্রথম স্থান অধিকার করে? - দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।

🔗১৭. ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে। - ১৮৩০,

🔗১৮. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোনদেশের আর্থিক ও কারিগরী সহযাগিতায় গড়ে তোলা হয়েছে ?
-পূর্বতন সোভিয়েত ইউনিয়ন।

🔗১৯. ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাতকারখানা কোনটি?- TISCOজামসেদপুর।

🔗২০. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোনদেশের সহযােগিতায় গড়ে উঠেছে?-পশ্চিম জার্মানী।

🔗২১. ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোনদেশের সহযােগিতায় গড়ে উঠেছে?- পূর্বতন সােভিয়েত ইউনিয়ন

🔗২২. ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোনসংস্থা?- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন

🔗২৩. ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস কোথায়অবস্থিত?- উত্তরপ্রদেশের বারাণসী। 


File Details: 

PDF Name :ভারতের গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নত্তর
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download