ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
![]() |
ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো, ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর- এই বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর-থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য.
📌১) কল্পসূত্র গ্রন্থটি কার লেখা? উঃ-ভদ্রবাহু।
📌২) ভারতের মোট পুরানের সংখ্যা কটি? উঃ- ১৮ টি।
📌৩) ভারতের পুরান গুলিতে কোন কোন রাজবংশের উল্লেখ আছে? উঃ- হর্ষঙ্ক, শিশুনাগ, মৌর্য, কান্ব, শুঙ্গ,
সাতবাহন, গুপ্ত ইত্যাদি।
📌৪) রামায়ণ কে রচনা করেন? উঃ-বাল্মিকী।
📌৫) মহাভারত কে রচনা করেন? উঃ-কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।
📌৬) হর্ষচরিত গ্রন্থটি কার রচনা? উঃ-বানভট্ট।
📌৭) রামচরিত গ্রন্থটি কার লেখা? উঃ-সন্ধ্যাকর নন্দী।
📌৮) রামচরিত মানস গ্রন্থটি কার লেখা? উঃ-তুলসীদাস।
📌৯) বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থটি কার লেখা? উঃ-বিহ্লন।
📌১০) গৌড়বহ গ্রন্থটি কার লেখা? উঃ-বাকপতিরাজ।
📌১১) পৃথ্বীরাজচরিত গ্রন্থটি কার লেখা? উঃ-চাঁদবরদৈ।
📌১২) রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? উঃ-কল্হন।
📌১৩) রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে ভারতের কোন প্রাচীন রাজ্য সম্পর্কে জানা যায়? উঃ-কাশ্মীর।
📌১৪) কালিদাস রচিত কয়েকটি নাটকের নাম লেখ? উঃ- অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম,
মেঘদূতম।
📌১৫) রাজমালা ও কীর্তি কৌমুদী গ্রন্থটির রচয়িতা কে? উঃ-সোমেশ্বর।
📌১৬) সুকৃতি সংকীর্তন গ্রন্থের রচয়িতা কে? উঃ-অরি সিংহ।
📌১৭) প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের রচয়িতা কে? উঃ-মেরুতঙ্গ।
File Details:
PDF Name :ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরLanguage : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download