সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1 - JOSH ACADEMY

Latest






Tuesday, October 13, 2020

সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1

 সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1

সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1
সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1

বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো,সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1 - এই বিষয় থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1 - সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1 -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

 

🚀1) ‘রবার’- কে আবিষ্কার করেন?Ans- চার্লস ম্যাকিনটোস

🚀2). কোন বিজ্ঞানী “রক্তের গ্রূপ’-আবিষ্কার করেন?Ans- কার্ল ল্যান্ডস্টেইনার

🚀3)“ব্যাকট্রিয়া”- কে আবিষ্কার করেন?Ans-লিউয়েন হুক

🚀4) ইথার কে আবিষ্কার করেন?Ans- লং

🚀5)কুষ্ঠের জীবাণু কে আবিস্কার করেন?Ans-হ্যানসেন

🚀6) নাইলন কে আবিষ্কার করেন?Ans- ডঃ ওয়ারলেস ও ক্যার্থারস

🚀7)কোন বিজ্ঞানী ‘গ্যাসের আলো’-আবিষ্কার করেন?Ans-মারডক

🚀8) ‘বিদ্যুৎ’- কে আবিষ্কার করেন?Ansউইলিয়াম গিলবার্ট

🚀9)‘ওয়্যারলেস’ – কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? Ans-) টেলর ও ইয়ং

🚀10)“ক্রেস্কোগ্রাফ”- নিন্মের কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?Ans-জগদীশ চন্দ্র বসু

🚀11)“টেরামাইসিন”- আবিস্কারকের নাম কি?Ans-ফিনলে

🚀12)এস আই পদ্ধতিতে ভরবেগের একক- 1 কিলোগ্রাম মিটার/ সেকেন্ড

🚀13) সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক 1 গ্রাম সেন্টিমিটার/ সেকেন্ড

🚀14)নিউটনের কোন সূত্র টি জাড্ড এর সূত্র সূত্র বলা হয়- প্রথম সূত্রটি কে

🚀15)ত্বরণ= বেগের পরিবর্তন/ সময়

🚀16) গতিশীল বস্তুর গড় গতি= মোট অতিক্রান্ত দূরত্ব/ মোট সময়

🚀17)কোন বস্তুর গড় দ্রুতি শূন্য নয়, কিন্তু গড় বেগ শূন্য হতে পারে

🚀18)কোন বস্তুর বেগের মান ও দিক সব সময় অপরিবর্তিত থাকলে, বস্তুটির বেগকে সমবেগ বলা হয়

 

 

 

File Details: 

PDF Name :সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর-1
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download