সাধারন জি কে সম্ভার পর্ব- ১
![]() |
সাধারন জি কে সম্ভার পর্ব |
বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে থাকলো,সাধারন জি কে সম্ভার পর্ব- 1 - এই বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।সাধারন জি কে সম্ভার পর্ব- 1 - সাধারন জি কে সম্ভার পর্ব- 1 -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল।
পারো।এই PDF টি তোমাদের জন্য.
🚀 1.জীব বিজ্ঞানের জনক কে ? উঃ- এরিস্টটল .
🚀2. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাসনেয় ? উঃ- শুশুক .
🚀 3. ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নামকী ? উঃ- ডলি
🚀4. সবচেয়ে বড় কোষ কোনটি ? উঃ- উট পাখির ডিম .
🚀 5. ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়কোন প্রাণী ? উঃ- মাছ .
🚀 6. তবকের সাহায্যে শ্বাসকার্য চালায়কে ? উঃ- কেঁচো
🚀7. সাদা রক্তের বা বর্ণহীন রক্তেরপ্রাণী কোনটি ? উঃ- তেলাপোকা
🚀 8. প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয়কাকে ? উঃ- মাইটোকন্ড্রিয়াপ্রশ্ন
🚀 9.প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ? উঃ- কেঁচো .
🚀10. বাদুর রাতের বেলা চলাচল করেকিভাবে ? উঃ- আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টির করে।
🚀11. জীবাণু বিদ্যার জনক কে ? উঃ- লুই পাস্তুরপ্রশ্ন :
🚀12.সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি ? উঃ- মানব ডিম্বানু .
🚀13. পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীকোনটি ? উঃ- বামন চিকা .
🚀14. সবচেয়ে বড় ফুল কোনটি ? উঃ- র্যাফোসিয়া আরনন্ডি
🚀15. শরীর বিদ্যার জনক কাকে বলা হয় ? উঃ- উইলিয়াম হার্ভে
🚀16. সর্ব প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিস্কারকরেন কে ? উঃ- ভন লিউয়েন হুক .
🚀17.অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতাকে ? উঃ- ডারউইন .
🚀18.উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? উঃ- থিও ফ্রাসটাসপ্রশ্ন
🚀19.জীনের রাসায়নিক গঠন কী ? উঃ- ডি এন এ
File Details:
PDF Name :সাধারন জি কে সম্ভার পর্ব- ১Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download