General Knowledge For All Aompetitive Exams
![]() |
General Knowledge For All Aompetitive Exams |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, বাংলা জেনারেল G.K - এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
পারো।
এই PDF টি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রী।
➤ প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয় কততম সংবিধান সংশোধনীতে?
A 62 তম সংবিধান সংশোধনী
B 42 তম সংবিধান সংশোধনী
C 61 তম সংবিধান সংশোধনী 1988
D 41 তম সংবিধান সংশোধনী
➤ উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন?
A রাজ্যসভার অধিবেশনে
B লোকসভার অধিবেশনে
C রাজ্যসভার লোকসভার অধিবেশনে
D কোনোটিই নয়
➤ ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত আছে?
A 367 ধারায়
B 365 ধারা
C 368 ধারায়
D কোনোটিই নয়
➤ ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সময় কাল মুখ্যমন্ত্রী তো করেছেন?
সিকিম
➤ সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করার ক্ষমতা দেয়া হয়েছে -
A পার্লামেন্ট কে
B সুপ্রিম কোর্ট কে
C হাইকোর্টকে
D কোনোটিই নয়
➤ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার নাম কি?
A সত্যেন্দ্রনাথ ঠাকুর
B সুকুমার সেন
C হীরালাল যে কানাইয়া
D জন মাথাই
➤ ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
A বল্লভ ভাই প্যাটেল
B রাজনাথ সিং
c হীরালাল যে কানাইয়া
D সদ্দার বলদেব সিং
➤ পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন?
A ডক্টর এপিজে আবদুল কালাম
B প্রণব মুখার্জি
C ডঃ রাজেন্দ্র প্রসাদ
D কোনোটিই নয়
➤ ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়?
A অস্ট্রেলিয়া
B জার্মানি
C আমেরিকা
D ইংল্যান্ড
➤ আইনি কার্যকারিতা শাসনব্যবস্থা এক নাগরিকত্ব ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়?
A আমেরিকা
B ব্রিটেন
C অস্ট্রেলিয়া
D কানাডা
➤ ভারতকে কমনওয়েলথের সদস্য রূপে স্বীকৃত প্রধান হয় কত সালে?
A 1947 এপ্রিল মাসের
B 1948 মে মাসে
C 1949 মে মাসে
D কোনোটিই নয়
➤ ভারতের জাতীয় পতাকা স্বীকৃতি প্রধান হয়?
A 1947 আগস্ট মাসে
B 1947 22 শে জুলাই
C 1947 22 শে আগস্ট
D কোনোটিই নয়
➤ রাজেন্দ্র প্রসাদ কে গণপরিষদের স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত করা হয়?
A 1946 সালের 11 ডিসেম্বর
B 1947 সালের 11 ই জানুয়ারি
C 1947 সালের 11 ই জুন
D কোনোটিই নয়
File Details:
PDF Name :General Knowledge For All Aompetitive ExamsLanguage : Bengali
Size : 1.4 mb
No. of Pages : 1
Download Link :Click Here To Download