General Knowledge For All Aompetitive Exams
![]() |
General Knowledge For All Aompetitive Exams |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, বাংলা জেনারেল G.K - এই টপিকটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
পারো।
এই PDF টি তোমাদের জন্য।
1- অনিশ্চয়তা তত্ত্ব কে আবিষ্কার করেন?
A হাইজেনবার্গ
B রন্টজেন
C এম্পিয়ার
D জগদীশচন্দ্র বসু
2- ভারতে প্রথম বিদেশী ব্যাংক কোনটি?
A পাঞ্জাব ব্যাঙ্ক
B ব্যাঙ্ক অফ হিন্দুস্তান 1770
C এস বি আই
D ইউনিয়ন ব্যাংক
3- ভারতের প্রথম ইন্টারনেট ব্যাংকিং সুবিধা প্রদানকারী নাম কি?
A ICICI
B SBI
C AXIS
D ইউনিয়ন ব্যাংক
4- ভারতের প্রথম এ টি এম প্রদানকারী ব্যাংক কোনটি?
A SBI
B HSBC 1947
C SBI
D HDFC
5- মিড ডে মিল স্কিম কত সালে চালু হয়?
A 1985
B 2015
C 2012
D 1995
6- রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা?
A 200 এর বেশি
B 300 এর বেশি
C 250 এর বেশী
D 350 এর বেশি
7- সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?
A ডঃ রাজেন্দ্র প্রসাদ
B ডঃ আম্বেদকর
C চক্রবর্তী রাজা গোপালাচারী
D আবুল কালাম
8- ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল?
A একনায়কতন্ত্র
B গণতান্ত্রিক
C সামরিক
D কোনোটিই নয়
9- ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন-
A জহরলাল নেহেরু
B রাজীব গান্ধী
C গুজারিলাল নন্দ
D ইন্দ্র কুমার গুজরাল
10- ভারতবর্ষে আয়কর কে চালু করেন?
A জেমস উইলসন
B লর্ড মেকলে
C উইলিয়াম জোন্স
D এদের কেউ নন
11 - জিএসটি কাউন্সিলের সভাপতি কে?
A স্বরাষ্ট্রমন্ত্রী
B প্রধানমন্ত্রী
C অর্থমন্ত্রী
D কোনোটিই নয়
12- সম্পূর্ণ পদ্ধতি কিভাবে পুরো ভারতবর্ষে ইভিএম দ্বারা ভোট চালু হয় কত সালে?
A 2004 সালের লোকসভা নির্বাচনে
B 2005 সালের বিধানসভা নির্বাচনে
C 2001 সালে
D কোনোটিই নয়
File Details:
PDF Name : General Knowledge For All Aompetitive ExamsLanguage : Bengali
Size : 1.4 mb
No. of Pages :
Download Link :Click Here To Download