৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম |যা বিভিন্ন পরীক্ষা তে বার বার এসেছে - JOSH ACADEMY

Latest






Wednesday, September 16, 2020

৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম |যা বিভিন্ন পরীক্ষা তে বার বার এসেছে

৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম

৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম
৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম



প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, ৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। ৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম pdf-  . ৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য ।

 

 ১. বাংলাদেশের আইন সভার নাম- জাতীয় সংসদ

২. ভারতের আইন সভার নাম – লোকসভা বা রাজ্যসভা  

৩. পাকিস্তানের আইন সভার নাম – জাতীয় পরিষদ বা সিনেট  

৪. জাপানের আইন সভার নাম – ডায়েট 

৫. নেপালের আইন সভার নাম – কংগ্রেস বা পঞ্চায়েত

৬. আফগানিস্তানের আইন সভার নাম – লয়াজিরগা  

৭. ভুটানের আইন সভার নাম – সোংডু

৮. মালদ্বীপের আইন সভার নাম – মজলিস  

৯. ইরানের আইন সভার নাম – মজলিস  

১০. যুক্তরাষ্ট্রের আইন সভার নাম – কংগ্রেস  

১১. যুক্তরাজ্যের আইন সভার নাম – পার্লামেন্ট

১২. চীনের আইন সভার নাম – কংগ্রেস  

১৩. ডেনমার্কের আইন সভার নাম – ফোকেট  

১৪. জার্মানির আইন সভার নাম – রাইখস্ট্যাগ 

১৫. কানাডার আইন সভার নাম – পার্লামেন্ট  

১৬.অস্ট্রেলিয়ার আইন সভার নাম – পার্লামেন্ট

১৭. মালয়েশিয়ার আইন সভার নাম – মজলিস 

১৮. মঙ্গোলিয়ার আইন সভার নাম – থুরাল

১৯. ইসরাইলের আইন সভার নাম – নেসেট  

২০. তাই্ওয়ানের আইন সভার নাম – উয়ান

২১. রাশিয়ার আইন সভার নাম – সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি

২২. স্পেনের আইন সভার নাম – ক্রেটস  

২৩. তুরস্কের আইন সভার নাম – গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি  

২৪. সুইডেনের আইন সভার নাম – রিক্সড্যাগ  

২৫. ফ্রান্সের আইন সভার নাম – চেম্বার  

২৬. নেদারল্যান্ডের আইন সভার নাম – স্ট্যাটেড জেনারেল

২৭. পোল্যান্ডের আইন সভার নাম – সীম  

২৮. নরওয়ের আইন সভার নাম – স্টরটিং  

২৯. ইতালির আইন সভার নাম – সিনেট  

৩০. মিশরের আইন সভার নাম – দারুল আওয়াম  

৩১. আয়ারল্যান্ডের আইন সভার নাম – ডেল আয়ারম্যূান বা ওয়ারেখটাস  

৩২. গ্রিসের আইন সভার নাম – চেম্বার অব ডেপুটিজ 

৩৩. আইসল্যান্ডের আইন সভার নাম – আলথিং  

৩৪. ইন্দোনেসিয়ার আইন সভার নাম – পিপল্স কনসাল্টেটিভ অ্যাসেম্বলি 

৩৫. উত্তর কোরিয়ার আইন সভার নাম – সুপ্রিম পিপল্স অ্যাসেম্বলি 

৩৬. জায়ারের আইন সভার নাম – ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল  

৩৭. দক্ষিণ আফ্রিকার আইন সভার নাম – হাউজ অব অ্যাসেম্বলি  

৩৮. নিউজিল্যান্ডের আইন সভার নাম – হাউজ অব রিপ্রেজেন্টেটিভ 

৩৯. মায়ানমারের আইন সভার নাম – পিথু ইটার্ড 

৪০. লিথুনিয়ার আইন সভার নাম – সিসাম  

৪১. লিবিয়ার আইন সভার নাম – জেনারেল পিপল্স কংগ্রেস 

৪২. সিরিয়ার আইন সভার নাম – পিপল্স কাউন্সিল 

৪৩. রুমানিয়ার আইন সভার নাম – গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি

৪৪. হাইতির আইন সভার নাম – চেম্বর অব ডেপুটিজ সিনেট 

৪৫. হাঙ্গেরির আইন সভার নাম – ন্যাশনাল অ্যাসেম্বলি 

৪৬. সেসেলসের আইন সভার নাম – পিপল্স কাউন্সিল 

৪৭. সুইজারল্যান্ডের আইন সভার নাম – ফেডারেল অ্যাসেম্বলি 

৪৮. ব্রাজিল এর আইন সভার নাম – ন্যাশনাল কংগ্রেস  

৪৯. গ্রানাডার আইন সভার নাম – হাউজ অব রিপ্রেজেন্টেটিভ 

৫০. কেপভার্দের আইন সভার নাম – পিপল্স ন্যাশনাল অ্যাসেম্বলি

 

File Details: 

PDF Name : ৫০ টি দেশের আইনসভা বা সংসদের নাম
Language : Bengali
Size : 1.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download