পুরস্কার ও পুরস্কার প্রাপক | যা বিভিন্ন পরীক্ষা তে বার বার এসেছে - JOSH ACADEMY

Latest






Wednesday, September 16, 2020

পুরস্কার ও পুরস্কার প্রাপক | যা বিভিন্ন পরীক্ষা তে বার বার এসেছে

 পুরস্কার ও পুরস্কার প্রাপক | যা বিভিন্ন পরীক্ষা তে বার বার এসেছে

পুরস্কার ও পুরস্কার প্রাপক
পুরস্কার ও পুরস্কার প্রাপক


প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, পুরস্কার ও পুরস্কার প্রাপক- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এর প্রশ্নত্তর ফ্রী pdf-. পুরস্কার ও পুরস্কার প্রাপক থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য ।

 

 

1. ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উঃ- সাহিত্য 👈

2. কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? উঃ- ইউনেস্কো থেকে 👈

3. প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান? উঃ- খান আব্দুল গফফর খান 👈

4. নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?উঃ- ৬টি 👈
[সাহিত্য, শান্তি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি]👈

5. নোবেল পুরস্কার প্রতিবছর কোথায় দেওয়া হয়?উঃ- স্টকহোম👈

6. সি.কে.নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম জেতেন?উঃ- লাল অমরনাথ👈

7. নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়?উঃ- ওসলো👈

8. প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান?উঃ- রবীন্দ্রনাথ(১৯১৩)👈

9. ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে?উঃ- সামাজিক কাজকর্ম👈

10. প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জেতেন?উঃ- ইউ থান্ট👈

11. নিশাই পাকিস্তান পুরস্কার কে পান?উঃ- মোরাজী দেশাই👈

12. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? উঃ- বিশ্বনাথন আনন্দ👈

13. অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য? উঃ- খেলাধূলার অবদানের জন্য👈

14. পুলিত্জার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?উঃ- সাংবাদিকতা ও সাহিত্য👈

15. রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?👈
উঃ- ফিলিপিন্স👈

16. ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি? উঃ- ভারতরত্ন👈

17. ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি? উঃ- পরমবীর চক্র👈

18. ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime) অ্যাওয়ার্ড কোনটি? উঃ- অশোকচক্র👈

19. জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? উঃ- সাহিত্যকর্ম👈

20. প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান? উঃ- আশাপূর্ণা দেবী(প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য)👈

21. দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? উঃ- খেলার কোচেদের জন্য👈

22. প্রথম মহিলা যিনি পুলিত্জার পুরস্কার পান? উঃ- ঝুম্পা লাহিড়ী👈

23. অস্কার পুরস্কার দেওয়া হয়?উঃ- সিনেমা জগত্ এর ক্ষেত্রে👈

24. প্রথম ভারতীয় যিনি অস্কার পান? উঃ- ভানু আথাইয়া👈

25. প্রথম ভারতীয় যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান? উঃ- ডঃ এস.চন্দ্রশেখর(১৯৮৩)👈

26. রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? উঃ- ভি.এস.নাইপল(২০০১)👈

 

File Details: 

PDF Name : পুরস্কার ও পুরস্কার প্রাপক
Language : Bengali
Size : 1.4 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download