60+ Common Proverbs in English WBP & Kolkata Police Part-1
![]() |
Common Proverbs in English WBP & Kolkata Police |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে
তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, বাংলা জেনারেল English - এই
টপিকটি থেকে বাছাই করা Common Proverbs । যার
মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে
এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।সামনেই নতুন সব
শূন্যপদ বেরবে টাই তাড়াতাড়ি এখন থেকেই প্রস্তুত হয়ে যাও তোমরা আর দেরি না
করে।তার সাঙ্গে আমাদের ফ্রি PDF গুলো নিতে পারো।
এই কুইজ টি তোমরা যারা দেবে তারা অবশ্যই পুরো তা করে নিজের প্রস্তুতি জাছাই করে নাও।
- অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে।
A bad penny always turns up. - নাচতে না জানলে উঠোন বাঁকা।
A bad workman quarrels with his tools. - যত গর্জে তত বর্ষে না।
A barking dog never or seldom bites. - মাথা নেই তার মাথাব্যথা।
A beggar cannot be a bankrupt. - নেংটার নেই বাটপাড়ের ভয়।
A beggar may sing before a pick-pocket. - হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই।
A bird in the hand is worth two in the bush. - বিনা মেঘে বজ্রপাত।
A bolt from the blue. - তর্জনকারী বা ষন্ডা সব সময়ই কাপুরুষ।
A bully is always a cow. - ঘর-পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় পায়।
A burnt child dreads the fire or Once bitten, twice shy. File Details:
PDF Name :proverbs Part 1
Language : English
Size : 0.5 mb
No. of Pages : 2
Download Link :Click Here To Download