ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1 - JOSH ACADEMY

Latest






Thursday, December 3, 2020

ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1

ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1 

ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1
ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1

প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি  চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1- এই টপিকটি থেকে বাছাই করা  গুরুত্বপূর্ণ PDF আকারে। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1 প্রাচীন ইতিহাসের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর -থেকে সব রকম পরিক্ষায় বার বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেছে টাই তোমাদের কাছে সম্পূর্ণ PDF আকারে তুলে ধরা হোল। 

 কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp  বা Youtube এ জানাতে 

পারো।এই PDF টি তোমাদের জন্য.

 

📌১) প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়? উঃ-  ১৭৬৭থেকে ১৭৬৯ খ্রীঃ।

📌২) কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? উঃ-  ১৭৬৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি।

📌৩) কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলির মৃত্যু হয়? উঃ- দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ।

📌৪) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উঃ-  ১৭৮০ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দে।

📌৫) কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়? উঃ- ম্যাঙ্গালােরের সন্ধি।

📌৬) ম্যাঙ্গালােরের সদ্ধি কবে  কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিলে? উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড
ওয়ারেন হেস্টিংস।

📌৭) তৃতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উঃ- ১৭৯০-৯২ খ্রিস্টাব্দে।

📌৮) শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?উঃ- ১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও
লর্ড কর্ণওয়ালিস।

📌৮) কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ? উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দে, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।

📌৯) পানিপথের তৃতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উঃ- ১৭৬১ খ্রিস্টাব্দে আহম্মদ শাহ
 আবদালির সঙ্গে মারাঠাদের।

📌১০) পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয়ের পরে কার নেতৃত্বে মারাঠা জাতির পুনরুজ্জীবন হয়?উঃ- পেশােয়া
মাধব রাও-এর নেতৃত্বে।

📌১১) সুরাটের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? উঃ- ১৭৭৫ খ্রীঃ, রাজ্যচ্যুত নারায়ণ রাও ও
 ইংরেজদের মধ্যে।

📌১২)কবে প্ৰথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল? উঃ- ১৭৭৫-৮২ খ্রিস্টাব্দে।

📌১৩)পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উঃ- ১৭৭৬ খ্রীঃ, পেশােয়া দ্বিতীয় মাধব রাও-এর
 সঙ্গে ওয়ারেন হেস্টিংস।

📌১৪ )কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয় ? উঃ-  সলবাই-এর সন্ধি,১৭৮২ খ্রিস্টাব্দে। 

📌১৬) দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উঃ- ১৮০৩-০৫ খ্রিস্টাব্দে।

📌১৭) অধীনতামূলক মিত্রতা নীতি কে  কবে প্রবর্তন? করেন? উঃ-  ১৭৯৮ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি।

📌১৮) কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? উঃ-  হায়দ্রাবাদের নিজাম।

📌১৯) কোন পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন? উঃ-  পেশোয়া দ্বিতীয় বাজিরাও।

📌২০) অর্জুনগাঁও ও দেবগাঁও এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উঃ- ১৮০৩ খ্রিস্টাব্দে।


File Details: 

PDF Name : ইতিহাস এর কিছু বাছাই করা প্রস্নত্তর PART-1
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 2

Download Link :Click Here To Download